হলুদ সাংবাদিকতা নিরসনে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন জরুরি

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হলুদ সাংবাদিকতা নিরসনে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা প্রণয়ন জরুরি। আর সঠিক তালিকার বিষয়টি সাংবাদিক সংগঠনগুলোকেই নিতে হবে।
মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ প্রেস কাউন্সিল অফিসে বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস-২০২৩, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রেস কাউন্সিল আইন সংশোধন করে অনলাইন গণমাধ্যমের মাঝে অন্তর্ভুক্ত করা জরুরি। কিন্তু এই উদ্যোগ নিলে বরাবরই একটি গ্রুপ এর বিরোধিতা করে। তিনি আরও বলেন, কিছু ভুঁইফোড় অনলাইন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ব্যবহারকারী নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। এরা ভিডিও ধারণ করে চাঁদাবাজি করে, তাই এদের ভয় পায় মানুষ।
মন্ত্রী বলেন, ভুঁইফোড় পত্রিকা চিহ্নিত করার কাজ চলছে। এদের কারণে মূল ধারার পত্রিকা বিজ্ঞাপন হারাচ্ছে, বেতন সংকট তৈরি হচ্ছে। জাতির প্রতিটি ক্ষেত্রে যেমন শৃংঙ্খলার প্রয়োজন তেমনি গণমাধ্যমেও শৃংঙ্খলা এনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের উপযোগী করতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।