জাহিদুল হাসান জাহিদ এর ছড়া কবিতা-"পাখির বিয়ে"

পাখির বিয়ে
মোঃ জাহিদুল হাসান জাহিদ
ঘরের পিছে গাছের ডালে অনেক পাখির মেলা,
কি যেন, কি? নিয়ে ওরা করছে শুধু খেলা ৷
ক্ষনেক পরে জানতে পেলাম দোয়েল পাখির বিয়ে ৷
ঘটক হলো বুলবুলি অার কাজী হলো টিয়ে,
অাম গাছের ডালে বসে কাক বাজায় ঢাক,
পেঁচা বসে গোমরা মুখে করছে না কি রাগ ৷