নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপি’র দলীয় মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এলিট ফোর্স র্যাব। যেকোন ধরণের নাশকতা বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এছাড়াও যেকোন ধরণের হামলা ও নাশকতা রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশ পথসহ দেশের বিভিন্নস্থানে র্যাবের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালছে।
তিনি বলেন, ১০ ডিসেম্বরকে ঘিরে বিভিন্ন দুস্কৃতিকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা ও নশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরাতা রোধে দেশব্যাপী র্যাব সার্বক্ষনিক গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি অনলাইনে দুস্কৃতিকারীদের মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাধ্যমে সাধারাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা প্রতিহত করতে র্যাবের সার্বক্ষণিক সাইবার নজচরদারী অব্যাহত রয়েছে।
এছাড়াও যেকোন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও র্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।