১০ ডিসেম্বর সমাবেশ স্থল পরিবর্তনের যে সিদ্ধান্ত জানালো বিএনপি

ডেস্ক রিপোর্ট।। বিএনপি সমাবেশের জন্য কমলাপুর মাঠের কথা প্রস্তাব করেছে, অন্যদিকে ডিএমপি মিরপুর বাংলা কলেজের মাঠ প্রস্তাব করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
১০ তারিখ বি এন পির সমাবেশ স্থান নির্ধারণ বিষয়ে বরকত উল্লাহ বুলু বলেন, কমলাপুর স্টেডিয়াম, মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শনে যাচ্ছেন বিএনপি নেতারা, তবে কমলাপুরেই সমাবেশ করতে চায় দল।
এদিকে জানা যায়, পুলিশ সকালে মাঠ দুটি পরিদর্শনে যাবে, বিএনপি হয়তো রাতেই পরিদর্শন করবে মাঠ দুটিতে। বিএনপি জানানোর পরে দুইপক্ষ মিলে বিএনপির সমাবেশস্থল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
এর আগে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমোদন দিয়েছে সরকার। কিন্তু বিএনপি চায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। সে সময় সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছিলো বিএনপি।