১১৪ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ারএক ব্যক্তি ঢাকায় আটক

১১৪ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ারএক ব্যক্তি ঢাকায় আটক
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা ::রাজধানীর ডেমরা থেকে ১১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
গ্রেফতার ব্যক্তি হলেন, মো. জুনাইদ। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল পশ্চিম পাড়ায়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) গোয়েন্দা-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাত হোসেন সুমা এ তথ্য জানান।
তিনি বলেন,ডেমরা থানাধীন আমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে জুনাইদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতার জুনাইদ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে নিয়ে আসতো। এরপর সহযোগীদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো।