কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় অপহৃত সাত কাঠুরিয়া উদ্ধার হয়নি

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় অপহৃত সাত কাঠুরিয়া উদ্ধার হয়নি
ছবি: সংগৃহীত

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ।। কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে ৯ জন কাঠুরিয়াকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ২ শিশুকে ছেড়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অপহরণের শিকার হন তারা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দুই শিশুসহ ৯ জন লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় ১০-১২ জন সেখান থেকে ৭ জনকে অপহরণ করে পাহাড়ের ভিতর নিয়ে যায়। অপহরণকারীরা ৭ জনের প্রত্যেকের কাছ থেকে মুক্তিপণ দাবি করেন বলে জানা গেছে। 

অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা মাঠ পাড়া গ্রামের মো. ইসহাকের ছেলে কলেজ শিক্ষার্থী গিয়াস উদ্দিন (১৭), একই এলাকার মৃত হায়দার আলীর ছেলে রশিদ আলম (২৬ ), জাফর আলম (৪০), জাফর আলমের ছেলে জাবেরুল ইসলাম (৩৫), জায়নুল ইসলাম (৪০), বশির আহমেদের ছেলে ফজল করিম (৪০) ও মৃত নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২৫)।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান জানান, কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার জাহাজপুরা এলাকায় ৭ কাটুরিয়াকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এসময় অপর দুই শিশুকে ছেড়ে দেয়া হয়েছে। জেলা পুলিশ, থানা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৭ কাটুরিয়াকে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো উদ্ধার হয়নি।