গোবিন্দগঞ্জে সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান এর সুস্থতায় দোয়া অনুষ্ঠিত

আবু তাহের। স্টাফ রিপোর্টার।। ১০ এপ্রিল, শনিবার।।গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী স্বপরিবারে করোনা মুক্ত হওয়ায় সুস্বাস্থ্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান ও স্ব-পরিবারে কোভিড-১৯পজেটিভ হওয়ায় দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক কারী হোসাইন আহাম্মেদ, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, পৌর আওয়ামী যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ জেলা ও উপজেলা, পৌরসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।