ঝালকাঠিতে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ : ১১ দিন পর তেজগাঁও থেকে গ্রেফতার ধর্ষক

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি।।ঝালকাঠির রাজাপুরে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষন মামলা আসামী মোঃ সাকিব (২২) রাজধানীর তেজগাঁও হতে গ্রেফতার র্যাব ৮ ও র্যাব ১০ এর যৌথ একটি টিম। ঘটনার ১১ দিন পরে র্যাব সদস্যরা ধর্ষক সাকিবকে গ্রেপ্তার করে রাজাপুর থানায় হস্তান্তর করতে সক্ষম হয়েছে।
গত ১৭মে বুধবার পুলিশ তাকে ঝালকাঠি আদালতে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ০৫ মে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর বাইপাস মোড় রাস্তা হতে ভিকটিম কিশোরী খালা বাড়ি হতে নিজ বাসায় ফেরার পথে গ্রেপ্তারকৃত আসামী মোঃ সাকিব(২২) মুখে গামছা বেঁধে টেনে হিঁচড়ে তুলে জনৈক সাবু হাওলাদার এর বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে ধর্ষক সাকিব তাকে জোর পূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে গেলে ভিকটিম অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসলে পিতামাতা তার কাছে ঘটনার জানতে চায়। জিজ্ঞাসাবাদে সে আসামী সাকিব তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানায়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে উপজেলার বদনিকাঠি গ্রামের মৃত: নুরু মিয়ার পুত্র ধর্ষক মোঃ সাকিবকে প্রধান আসামী করে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর /৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। পুলিশ ধর্ষক সাকিবকে আটক করতে না পারায় বরিশাল র্যাব-৮ এর পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তাকে গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
বরিশাল র্যাব-৮ সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে আসামী সাকিব রাজধানীর তেজগাও এলাকায় অবস্থান নেয়ার বিষয়টি নিশ্চিত হয়। ১৬ মে দুপুরে র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি যৌথ টিম তেজগাও এলাকায় অভিযান চালিয়ে আসামী সাকিব কে গ্রেফতার করে।