ট্যুরিস্ট পুলিশকে অষ্ট্রেলিয়ান পর্যটক লুক ডামান্ট এর ধন্যবাদ জ্ঞাপন

ডেস্ক রিপোর্ট: ট্যুরিস্ট পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন অস্ট্রেলিয়ান ইউটিউবার এবং পর্যটক লুকা ডামান্ট। তিনি তার ভেরিফায়েড ফেইজবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে উল্লেখ করেন। সেখানে তিনি সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ জানান এবং বলেন সেই বৃদ্ধ লোকটিকে যেন কেউ কিছু না বলে বা আঘাত না করে। তিনি বাংলাদেশের মানুষের অতিথি পরায়নতায় মুগ্ধ।
তিনি উল্লেখ করেন, “সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ।
এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০ টির মতো বার্তা পেয়েছি, আমাকে বলে যে তারা এই অভিজ্ঞতার জন্য কতটা দুঃখিত।
বাংলাদেশে এখন পর্যন্ত আমার সময় অবিশ্বাস্য ছিল, কিন্তু প্রতিটি দেশেই সবসময় কিছু খারাপ মানুষ থাকবে। এই কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না। আমি বাংলাদেশের সমস্ত অংশ অন্বেষণ চালিয়ে যেতে এবং এখানকার আশ্চর্যজনক সংস্কৃতিকে গ্রহণ করতে পেরে আনন্দিত।
আপনারা যদি আবদুল্লাহ (লোকটিকে) বাংলাদেশে দেখেন, আমার অনুরোধ অনুযায়ী দয়া করে তাকে আঘাত করবেন না, বা খারাপ কিছু বলবেন না। প্রত্যেকেই জীবনে ভুল করে এবং তার পরিণতির মুখোমুখি হতে হবে, তবে দয়া করে এগিয়ে যাওয়ার জন্য তার প্রতি সদয় এবং যত্নশীল হন”
উল্লেখ্য গত পাাঁচ দিন আগে উক্ত মো. কালু নামের ব্যক্তি ঢাকায় ভ্রমণে আসা অস্ট্রেলিয়ান ভ্লগার লুক ডামান্তকে বিরক্ত করার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, ঢাকার রাস্তায় এক ব্যক্তি তার কাছ থেকে অর্থ সাহায্য চাইছেন। লুক তাকে চলে যেতে বললেও, ওই ব্যক্তি পিছু ছাড়েননি।
ভিডিওটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে আসলে হাতিরঝিল থানার সহায়তায় তেজগাঁও থানা পুলিশের একটি দল রোববার (০২ এপ্রিল) রাত ১২টার দিকে কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম মো. কালু (৬০)। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।