ধামরাইতে হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। সিপিসি-৩, র্যাব-৪ এর মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
৯মে সন্ধ্যা ৬:১০ এ সিপিসি-৩, র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন এর নেতৃত্বে ঢাকা জেলার ধামরাই থানাধীন উত্তর হাতকড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ জহিরুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ১৭গ্রাম হেরোইন, মাদক বিক্রির ২২,৬০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল উদ্ধার করা হয়।
কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত জহিরুল একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। সে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ ধামরাই থানা সহ আশপাশ এলাকায় যুব সমাজের নিকট অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছে। এই তথ্য পাওয়ার পর সিপিসি-৩, র্যাব-৪ এর একটি গোয়েন্দা দল উক্ত আসামীকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার ধামরাই থানার উত্তর হাতকড়া থেকে মাদক সহ তাকে গ্রেফতার করা হয়।
লেঃ কমান্ডার আরিফ আরো জানায়, গ্রেফতার হওয়া জহিরুল এর বিরুদ্ধে ধামরাই থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।