পরকীয়ার জেরে দুই শিশু হত্যা:প্রধান আসামিসহ গ্রেফতার  ৩

পরকীয়ার জেরে দুই শিশু হত্যা:প্রধান আসামিসহ গ্রেফতার  ৩
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক,ঢাকা ।। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গত ১১ মার্চ মায়ের পরকীয়ার বলি হওয়া দুই শিশুকে হত্যার ঘটনায় প্রধান আসামি জুলহাসসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন- জুলহাস হাওলাদার (৩৫), জাকির হোসেন (৪৮) ও রাকিব রহমান (৩০)।
বৃহস্পতিবার (১৬ মার্চ) এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার গদারবাগ এলাকার ভাড়াটিয়া জিন্নাত ওরফে তানিয়া (২৮) তার প্রতিবেশী ভাড়াটিয়া জুলহাস হাওলাদারের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তানিয়ার ৬ ও ৩ বছর বয়সী দুটি সন্তান ছিল। ১১ মার্চ বিকেলে তানিয়ার স্বামী মোকলেসুর রহমান মিরাজ (৩৫) কাজে গেলে তানিয়া ও জুলহাস শিশু দুটিকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজাবাড়ী এলাকায় গার্ডেন পার্কে নিয়ে যান। পরে পার্কের জলাধারে পানিতে ডোবা অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, জুলহাস মিরাজকে ফোন দিয়ে তার দুই শিশু সন্তান পানিতে পড়ে মারা যাওয়ার কথা জানায়। ঘটনার পর দিন মিরাজ জানতে পারেন তানিয়া ও জুলহাস পরিকল্পিতভাবে ঘুরতে যাওয়ার কথা বলে তাদের হত্যা করে।
এ ঘটনায় র‍্যাব-১০ এর একটি দল বুধবার অভিযান চালিয়ে প্রধান আসামি জুলহাস হাওলাদারকে (৩৫) গ্রেফতার করে। এছাড়া দায়িত্বে অবহেলা, পার্কের ভেতরে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা, লেকের চারপাশে জলাধারের নিরাপত্তা বেষ্টনী না থাকা এবং হত্যা মামলার আলামত লুকিয়ে রাখা ও নষ্ট করার অপরাধে পার্কের মালিক জাকির হোসেন (৪৮) ও ম্যানেজার রাকিব রহমানকে (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।