পরাজিত - শাহীন শওকত (কবিতা)

পরাজিত
শাহীন শওকত
শান্ত জলে আমিও ছুড়েছি ঢিল
দেখি ঢেউ ওঠে কি না
তোমার চোখের মতো নদী
তাতে কোন সম্মতি ছিল না
ছিল সাঁতার দেবার ভয়।
নদীতীর জুড়ে ছড়ানো বিকেল
তার সান্ধ্যভাষা কিছুই বোঝনি।
শুধু উৎসবের রাতে জ্বলে ওঠে
তোমার চোখের তারাগুলি
যখন নিস্তেজ আমি,তুমি আত্মহারা।
স্পৰ্শ এড়িয়ে তোমার
কিভাবে বাঁচাই এই দেহ
তুমি যখন আগুন ভরা নদী
আমি তাতে ডুবন্ত পাহাড়।
আমার শরীর যে পতঙ্গপ্রাণ
উড়ে যেতে চায় মেঘে মেঘে
সেই মেঘে তুমি ভাসমান সৌরলতা
চমকিত তরঙ্গ বিদ্যুত।
এতো দাহন তোমার আলিঙ্গনে
মন পোড়ে দেহ পোড়ে,স্বপ্ন পুড়ে ছাই।
রচনা কাল: ২৭ আগষ্ট ২০২২
উত্তরা,ঢাকা।
কবি পরিচিতি:
কবি শাহীন শওকত ১ জানুয়ারি ১৯৬৭ সালে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন।ছাত্রজীবন থেকেই শিল্প সাহিত্য চর্চার সাথে জড়িত কবি শাহীন শওকত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স শেষ করে সোনালী ব্যাংকে চাকুরীজীবন শুরু করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে ছাত্রজীবনে কবির অনেক কবিতা ছাপা হয় বাংলাদেশের স্বনামধন্য পত্রিকায়। প্রচারবিমুখ কবি নিজেকে গুটিয়েই রাখতে পছন্দ করেন সবসময়। ব্যক্তিজীবনে কবি ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডে কর্মরত রয়েছেন। তিনি এক কন্যা,এক ছেলে এবং স্ত্রী নিয়ে বর্তমানে উত্তরায় বসবাস করেন।