বাউফলে গাড়ি চাপায় শিশুর মৃত্যু

মো.ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে মিথিলা (৪) নামের এক শিশু অটো রিক্সায় চাপা পড়ে মারা গেছেন।
(১৬ জুন) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ রোডে এ ঘটনা ঘটেছে । শিশুটির বাবার নাম ফরিদ চৌকিদার ।
জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০ টার দিকে শিশু মিথিলাকে তার মা রহিমা বেগম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য কালাইয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বেলা ১১টার দিকে ক্যাপসুল খেয়ে মিথিলা তার মায়ের সাথে বাড়ি ফেরার পথে ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ সড়কে পিছন থেকে আসা একটি অটো রিক্সা তাকে চাপা দেয়।
স্থানীয় লোকজন শিশু মিথিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শাম্মী আক্তার তরুণ তাকে মৃত বলে ঘোষনা করেন ।