নিজস্ব প্রতিবেদক।। স্বনামধন্য কবি সিকান্দার কবীর। তাঁর লেখায় নিজেকে বিলিয়ে দিয়েছেন বছরের পর বছর। লেখালেখির মারফতে পরিচয় ঘটে দেশ বিদেশের বহু লেখকের সাথে। ছোট বেলা থেকেই বাংলা ভাষা সাহিত্যের প্রতি দূর্বলতা এবং ভালবাসা উৎসাহ যুগিয়েছে লেখার খোরাক সৃস্টিতে।
কবির বিখ্যত কবিতার বই সমুহের মধ্যে কান্না শোন বাংলাদেশ,নষ্ট খেলার নষ্ট বেলা, ষাঁড়ের গর্দানে যাবে মালা, ছুঁয়ে যাই শোকের পাথর, দুই হৃদয়ের নদী, এক বহ্নিমান কষ্টের আগুনে উল্লেখযোগ্য।
কবি শামসুর রাহমান এর সথে সিকান্দার কবীরের ছিলো নিবির সম্পর্ক । সেই স্মৃতি থেকে “অরন্যে বসতি” বইটির প্রচ্ছদে দেখা যায় দুজনের একান্ত মুহুর্তের একটি বিখ্যাত ছবি।
ভাষা শহীদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধায় এবার কবির ব্যতিক্রম উদ্যেগ পাঠক হৃদয়ে উৎসাহের সৃস্টি করেছে। তিনি উদ্যোগ নিয়েছেন একুশে ফেব্রুয়ারিতে ২১ জন পাঠককে উপহার হিসেবে প্রদান করবেন তাঁর রচিত "অরণ্যে বসতি" কাব্যগ্রন্থটি।
তিনি বলেন, “পাঠক আমার প্রেরণা, আত্মার আত্মীয়, আমার অগনিত পাঠক যারা আমাকে নিয়মিত পড়েন তাঁদের থেকে ২১ জন পাঠককে উপহার হিসেবে আমার এই গ্রন্থটি উপহার হিসেবে দিতে চাই”।
কবি সিকান্দার কবীর জানান, ভাষার মাসে ভাষা শহীদদের স্মরনে ও শ্রদ্ধায় আমার ইচ্ছে, এই পাঠক বন্ধুদের প্রত্যকের হাতে আমার এবারে প্রকাশিত কবিতার বই "অরণ্যে বসতি" পৌঁছে যাক। এ লক্ষে সম্মানিত ২১ জনকে সৌজন্য পাঠাতে চাই "অরণ্যে বসতি" গ্রন্থটি।
তিনি জানান, ২১ ফেরুয়ারি রাত ১২ টা পর্যন্ত আমার ইনবক্সে নাম ঠিকানা দিবেন তাঁদের মধ্যে ২১ জনকে নিজ খরচে সৌজন্য কপি পাঠিয়ে দিব।
এছাড়াও বইমেলায় "গণপ্রকাশনে"র ৩৬৬ নং স্টল থেকে যে কেউ চাইলে বইটি সংগ্রহ করতে পারেন।