মানিকগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম।। মানিকগঞ্জ।।আজ মানিকগঞ্জ জেলা প্রশাসন মিলনায়তনে সকাল ১১.০০-১২.৩০ মি.পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতিসভ অনুষ্ঠিত হয়।
সভায় মান্যবর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ছানোয়ারুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম। আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, নজরুল গবেষক কৃষিবিদ রফিকুল ইসলাম, মিয়াজান কবির, ত্রিমোনী খান রিনো,সাংবাদিক সাইফুল ইসলাম,শিক্ষক নেতা আতিকুল ইসলাম, প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইমিলে একসাথে কাজ করতে চাই। কর্মসূচি বাস্তবায়নে একটা আহবায়ক কমিটি গঠন করে যথাযথভাবে কর্মসূচি বাস্তবায়নের আহবান করা হয়।