যানজটে আটকা পড়ে স্বপ্ন ভঙ্গ মেহেরুন নেসার: দেয়া হলো না পরীক্ষা

তানভীর আহমেদ, জবি প্রতিনিধি: যানজটের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্রে বিলম্বে আসায় পরীক্ষা দিতে পারেনি মেহেরুন নেসা নামে এক ভর্তি পরীক্ষার্থী। ২০ মিনিট পরে কেন্দ্রে প্রবেশ করে অন্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারলেও পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি মেহেরুন্নেসা।
আজ ২০ মে (শনিবার) ২২ টি সমন্বিত সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ হয়েছে দুপুর ১২:০০ টা থেকে ১ টা পর্যন্ত। কিন্তু যানজটের কারণে মেহেরুন্নেসা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয় ১২:২০ মিনিটে। এই বিষয়ে মেহেরুন্নেসা বলেন, আমি সাভারে থাকি। ঐখান থেকে পুরান ঢাকায় যানজটের কারণে আসতে ২০ মিনিট দেরি হয় তবুও আমি একজন স্বেচ্ছাসেবক আপুর সাহায্য নিয়ে ভাষা শহীদ রফিক ভবনের ৩য় তলায় যায়। তারপর আমাকে খাতা ও প্রশ্ন দেওয়া হয় কিন্তু কিছুক্ষণ পর একজন শিক্ষক বলে আমার সিট নাকি ৪র্থ তলাতে। তখন আবার ৪র্থ তলায় নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষন পর্যন্ত ১২টা ৪০ বেজে যায়। তাই দায়িত্বরত শিক্ষক আমাকে বলেন এখন নাকি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তাছাড়া নাকি নিয়ম নেই।
ভুক্তভোগী শিক্ষার্থী মেহেরুন নেসা আরো বলেন, তখন ও আরো ২০ মিনিট বাকী তারা ইচ্ছে করলে আমার পরীক্ষা নিতে পারতো কিন্তু নেয়নি। তারা কী কখনো শিক্ষার্থী ছিলনা একজন শিক্ষার্থীর দুঃখ বুঝে না। শিক্ষার্থীদের মর্ম বুঝে না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, পরীক্ষার সময় শেষ হওয়ার পর মেহেরুন নেসা আমার কাছে এসে সব কিছু বলল। সে যখন এলো তখন আর আমাদের কিছুই করার নেই। যানজটের কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। কিন্তু নির্দেশনা অনুযায়ী, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকলেও মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়েছি। আমরা যারা দায়িত্বে আছি, পরীক্ষা চলাকালীন সময়ে মেহেরুন নেসার বিষয়টি কেউ অবগত ছিলেন না। যদি আমাদের কেউ অবগত থাকতেন তাহলে তার বিষয়টি বিবেচনা করতাম। কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় আর কিছু করার নেই। সে জন্য আমরা দুঃখিত।