শাহীন শওকতের কবিতা 

শাহীন শওকতের কবিতা 
কবি শাহীন শওকত

১.পথ 
_____________________________
সে ছিল ইঙ্গিতপূর্ণ ভাষা কারো 
ছিল প্ররোচনা অনতি দূরের 
যদিও সকলই তা সংশয়াচ্ছন্ন 

শুধু পথের দিগন্তে ছিল আততায়ী রাত। 

হাওয়ার উস্কানি আমাকে ভুলিয়ে নিয়ে যায় 
পথের সকল গ্রন্থি ছিন্ন করে। 

পেছনে রইলো পড়ে শস্যক্ষেত 
আশৈশব উন্মাতাল খরস্রোতা নদী 
কৈশোরের কাঁপা কাঁপা শীতকাল 
কুয়াশা কাতর শিউলি ফুলের ভোর। 

নদীতীর জুড়ে জেগে ওঠে পথ 
সম্মুখে ঘাসের বুক অনাবৃত করে 
ছুটে গেছে আঁকাবাঁকা মেঠোপথ 

আরো দূরে কুয়াশায় অজানা স্টেশনে 
দূরগামী ট্রেনের করুণ হুইসেল বেজে উঠে 
ক্রমশ হারিয়ে যাচ্ছে অনাদিকালের স্রোতে 
পৃথিবীর পথে পথে বিলুপ্ত সংগীত কোনো। 

২.মেঘাবৃত যে কবিতা 
_____________________________
আমার ধমনি শিরা ও উপশিরায় 
বিপন্নতাবোধ মানুষের 
                   বৃক্ষ ও বনভূমির। 
আমার কেবলই নিঃসঙ্গতা বিষণ্নতা 
আজন্মের একাকিত্ব ধুধু চৈত্রের দুপুরে 
দূরের দিগন্তে গনগনে আগুনের মধ্যে 
রৌদ্রাক্রান্ত মাঠ পুড়ে যাওয়া শস্যকণা 
তাদের বিস্তার রোধ করতে না পারা 
আমার নিয়তি। 

যদিও স্বপ্নের মধ্যে থাকে একখণ্ড মেঘ শাদাকালো মেঘ উড়ে যায় দূরে দূরে 
কখনো নিঃসীম অন্ধকারে 
ঝ'রে পড়ে ফোঁটা ফোঁটা 
দীর্ণ মাঠ পুড়ে যাওয়া প্রান্তরে 
খাঁ খাঁ শূন্যতায় খরার মৌসুমে 
আর তখনই রচিত হয় বৃষ্টির কবিতা।

রচনা: ২৬ মার্চ ২০২৩ 
আগ্রাবাদ, চট্টগ্রাম।