শাহীন শওকত এর কবিতা 'আলোর অধিক কিছু'

শাহীন শওকত এর কবিতা 'আলোর অধিক কিছু'
কবি শাহীন শওকত /ছবি: সংগৃহীত

শাহীন শওকত 
_____________________________
এই ঠাণ্ডা হিমরাত্রির বিস্ময় 
কিভাবে লুকিয়ে রাখি 
ঘোর নিদ্রাগ্রস্ত চরাচর 
অথচ আকাশ মেলে ধরেছে ডানায় 
তার সকল ঐশ্বৰ্যরাজি 

এতো যে তারকা নক্ষত্র হারায় 
তবু এর শেষ নেই 
কতো প্রাণ ঝ'রে যায় ভূমণ্ডলে 
যুদ্ধে, ক্ষুধা ও মড়কে 
তার অপার মহিমা অন্ধকারে জ্বলে ওঠে 
রাত্রিব্যাপী আমার এ ঘর ভেসে যায় 
সে প্রাণের আলোর বন্যায় 

আমি বিচরণ করি সেই মেঘে 
গাঢ় অন্ধকারে যেখানে রাত্রির ক্ষীণ আলো 
ম্রিয়মাণ তবুও ঠিকরে এসে পড়ে 
কিছু তার আমার দু’চোখে 

দেখি অন্ধকারে চলেছে যে পথ 
তারও শীর্ষবিন্দু জুড়ে দূরে এখনো জ্বলছে 
আলোর একটি শিখা আরো। 

রচনা: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ 
আগ্রাবাদ, চট্টগ্রাম।