সেহরি ও ইফতারের সময়সূচি চুড়ান্ত

সেহরি ও ইফতারের সময়সূচি চুড়ান্ত
ছবিঃ সংগৃহীত

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। আগামী ২৪ মার্চ রমজান মাস শুরুর তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো.আনিছুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১৩ই ফেব্রুয়ারি ১৪৪৪ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে ইসলামিক ফাউন্ডেশন। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস আগামী ২৩ অথবা ২৪ মার্চ শুরু হবে। তবে আগে থেকেই ২৪ মার্চ রমজান মাস শুরু হওয়ার তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করল ইসলামিক ফাউন্ডেশন।