২০২২ সালে বিশ্বে ৬৭ সাংবাদিক হত্যা

২০২২ সালে বিশ্বে ৬৭ সাংবাদিক হত্যা
ছবি: সংগৃহীত

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। সারাবিশ্বে ২০২২ সালে সাংবাদিকদের নিরাপত্তা মারাত্মক অবনতি হয়েছে।

বছরটিতে বিশ্বে ৬৭ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করা হয়েছে। এই সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। খবর আল জাজিরা।

বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক প্রতিবেদনে সাংবাদিক হতাহতের চিত্র তুলে ধরেছে। সংগঠনটি জানিয়েছে, ২০২২ সালে নিহত সাংবাদিকদের মধ্যে অর্ধেকের বেশি (৩৫ জন) ইউক্রেন, মেক্সিকো ও হাইতি - এই তিন দেশে হত্যকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ইউক্রেনে ১৫ জন, মেক্সিকোয় ১৩ ও হাইতিতে সাতজন সাংবাদিক নিহত হয়েছেন।

এ ছাড়া গত বছর ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ফিলিপাইন, ইকুয়েডর, গুয়েতেমালা, হন্ডুরাস, কেনিয়া, কাজাখস্তান, তুরস্ক, সোমালিয়া, যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, মিয়ানমার, শাদ, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে সাংবাদিকরা হত্যার শিকার হয়েছেন।